Published : 11 Jun 2025, 11:10 AM
রাজবাড়ীর কালুখালিতে চন্দনা নদী থেকে এক রিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে।
বুধবার ভোরে উপজেলার চাঁদপুর এলাকায় চন্দনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার।
নিহত আসলাম প্রামাণিক (৪২) পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের ফেনু প্রামাণিকের ছেলে।
নিহতের বড় ভাই শাহজাহান প্রামাণিক বলেন, মঙ্গলবার রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আসলাম। এরপর আর বাড়িতে ফেরেনি।
“রাতে অনেক খোঁজ করেও তার সন্ধান পাইনি আমরা। আজ (বুধবার) ভোরে জানতে পারি কালুখালীর উপজেলার চন্দনা নদীতে একজনের লাশ পেয়েছে স্থানীয়রা। পরে এসে দেখি আমার ভাই।”
তবে ভাইয়ের ব্যাটারিচালিত রিকশার কোনো খোঁজ মেলেনি বলে জানান তিনি।
সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠিয়েছে। প্রাথমিক ধারণা অটোরিকশা ছিনতাইয়ের পর তাকে হত্যা করে নদীতে মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা।”