Published : 07 Oct 2023, 06:48 PM
যশোরের বেনাপোল স্থলবন্দরের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে ১৮টি ককটেল জব্দ করেছে র্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শনিবার বিকালে বন্দর সংলগ্ন বাদল সরদারের ঘরের ভেতর দুটি বালতির মধ্যে ককটেলগুলো পাওয়া যায় বলে র্যাব যশোর-৬ কোম্পানির অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান।
জব্দ করা ককটেলগুলো জমা দেওয়া হয়েছে বেনাপোল পোর্ট থানায়; এ ব্যাপারে একটি মামলা কারা হবে বলে জানায় র্যাব।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে। তবে কে বা কারা সেখানে ককটেলগুলো রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0Fgk7yyNodi157wtyD4EgmEQSurGrPZ5DFhf77ecPNfmce88BUtYM8XRYxs7znrPKl ]