Published : 18 Aug 2024, 05:27 PM
‘পাহাড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবি’ এবং ‘৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ’ শীর্ষক প্রতিবেদন দুটির প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার।
তাদের পক্ষে রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে রোববার বলা হয়েছে, শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে কর্মসূচির ‘মূল ঘটনাকে পাশ কাটিয়ে আরেকটি নগণ্য ইস্যুকে উপস্থাপন’ করা হয়েছে।
প্রতিবাদলিপির ভাষ্য অনুযায়ী, সেদিনের কর্মসূচির ‘মৌলিক’ দাবি ছিল পাহাড়ের বিভিন্ন স্থানে জুম্ম শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদ।
‘কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধু মাত্র কোটা পুনবর্হাল বিষয়টিকে উপস্থাপন করে সাধারণ পাহাড়ি শিক্ষার্থীদের মৌলিক দাবি’ আড়াল করা হয়েছে।
‘তাছাড়া জনসাধারণের কাছে আমাদের মূল বার্তা পৌছে দেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে আমরা মনে করি।’
প্রতিবেদকের ভাষ্য
জুম্ম শিক্ষার্থীরা সেদিন যেসব দাবি উত্থাপন করেছেন তার সবই প্রতিবেদনে উল্লেখ আছে। যেমন- পার্বত্য তিন জেলা পরিষদে যোগ্য ব্যক্তিদের নিয়োগ, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, ৫ শতাংশ কোটা পুনর্বহাল এবং পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন ইত্যাদি। কোনো কিছুই বাদ দেওয়া হয়নি।
প্রতিবেদনে কোথাও কোনো ভুল তথ্য বা বক্তব্য বিকৃত করা হয়েছে- এমন অভিযোগ জুম্ম শিক্ষার্থীরাও তাদের প্রতিবাদলিপিতে উল্লেখ করেননি। অর্থাৎ প্রতিবেদনটি সঠিক।
ফলে প্রতিবাদলিপিতে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ প্রতিবেদন তৈরির যে অভিযোগ এনেছেন তার সারবত্তা নেই।