Published : 07 May 2025, 06:42 PM
ঢাকার সাভার উপজেলায় এক ইউপি সদস্যের ভাইকে দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার আশুলিয়া ও বিরুলিয়া ইউনিয়নের সীমান্তবর্তী দেউল এলাকার একটি মাছের ঘেরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ আলী।
নিহত রুবেল মণ্ডল (৩২) আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার দক্ষিণ পাড়া মহল্লার মো. নায়েব আলী মণ্ডলের ছেলে। এ ছাড়া তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগ নেতা রুহুল আমীন মণ্ডলের ছোট ভাই। রুবেল তার ভাইয়ের ব্যবসা ও মাছের ঘের দেখাশোনা করতেন।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে রুবেলকে পুকুরের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত চিহ্ন পাওয়া গেছে।
এলাকাবাসী জানান, সকালেও রুবেলকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। আর দুপুরে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তবে কী কারণে তাকে হত্যা করা হতে পারে তা কেউ বলতে পারেননি।
বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ আলী বলেন, সুরতহাল শেষে লাশের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি; এ ছাড়া কাউকে আটক করাও সম্ভব হয়নি বলে জানান তিনি।