Published : 15 Jun 2025, 04:45 PM
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি সংস্থার যৌথ অভিযানে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
রোববার সকালে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, মহুয়া মোড় ও বাপার্ড এলাকায় এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রাসেল মুন্সী ও প্রবীর কুমার বিশ্বাস।
রাসেল মুন্সী বলেন, অভিযানে জেলা পরিষদের ৫০টি, পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি এবং সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে ৬০টি সহ মোট ১৯৩টি অবৈধ কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনায় অংশ নেন গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজাহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় উপ প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস সহ পুলিশ, র্যাব, সেনা বাহিনী, ফায়ার সার্ভিস, আনসার এবং গ্রাম পুলিশ সদস্যরা।
নির্বাহী হাকিম রাসেল মুন্সী বলেন, দীর্ঘদিন ধরে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, মহুয়া মোড়, বাপার্ড এলাকায় জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করে আসছিলেন লোকজন।
তিনি বলেন, ১৪ দিন আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে দখলদারদের নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়। কিন্তু তারা সারননি। এ কারণে আজ অভিযান চালিয়ে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সরকারি জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলে ওই কর্মকর্তা জানানা।
সড়ক ও জনপথ অধিদপ্তরের গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজাহারুল ইসলাম বলেন, “আমাদের দেড় একর জায়গা থেকে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার সম্পত্তির মূল্য প্রায় আড়াই কোটি টাকা।”