Published : 02 Jun 2025, 06:42 PM
কিশোরগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জালাল উদ্দীন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বাদ জোহর ঐতিহাসিক পাগলা মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পাগলা মসজিদের খতিব মাওলানা আশরাফ আলীর পরিচালনায় জানাজায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
পরে ৮২ বছর বয়সি এই বর্ষীয়ান এই রাজনীতিবিদকে পাগলা মসজিদের গোরস্তানে দাফন করা হয় বলে জানান স্বজনরা।
জালাল উদ্দীন আহমেদ কিশোরগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি, ঐতিহাসিক পাগলা মসজিদ ও পুরাতন কাচারি জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এর আগে রোববার বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। জেলা শহরের আলোর মেলা এলাকার স্থায়ী বাসিন্দা জালাল উদ্দীন আহমেদ মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা, দুই পুত্র, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জালাল উদ্দীন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। এক বিবৃতিতে তিনি প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।