Published : 05 Jun 2025, 02:21 PM
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোগান্তি না থাকায় স্বস্তিতে ঘাট পার হচ্ছে যাত্রী ও যানবাহন।
বৃহস্পতিবার সকালে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, “সকাল থেকে ঈদের ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোনো ধরনের যানজট বা ভোগান্তি নেই।”
সরেজমিনে দেখা গেছে, মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে যতগুলো ফেরি ও লঞ্চ দৌলতদিয়ায় আসছে তার প্রতিটায় যাত্রীতে ভরা। যাত্রীরা দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাটে নেমে যাত্রীবাহী পরিবহন, মাহিন্দ্র ও মোটর সাইকেলে করে গন্তব্যে চলে যাচ্ছে।
আর ঘাটে যানজট না থাকায় দক্ষিণ-পশ্চিমাচঞ্চল থেকে আসা যানবাহনগুলোও সরাসরি ফেরিতে করে ঢাকায় চলে যাচ্ছে।
ঢাকা থেকে কুষ্টিয়াগামী মিল্টন মোল্লা বলেন, “সকালে ঢাকা থেকে মোটরসাইকেলে করে রওনা দিয়েছি। ঘাট এলাকায় যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই পদ্মা পাড় হয়ে দৌলতদিয়া আসলাম। এখন বাড়ির দিয়ে চলে যাব। মহাসড়ক ও ফেরিঘাটে যানজট নেই। মানুষ স্বস্তিতেই বাড়িতে ফিরছে।”
কামরুল ইসলাম বলেন, “পদ্মা সেতু চালুর আগে প্রচুর ভোগান্তি হতো ফেরি ঘাটে। সেতু চালুর পর সেই ভোগান্তি নেই। আমরা খুবই আনন্দিত যে মহাসড়ক বা ফেরিঘাটে কোথাও ভোগান্তি নেই।”
পপি খাতুন বলেন, “গাবতলি থেকে লোকাল বাসে এসে পাটুরিয়া ঘাট হয়ে দৌলতদিয়া ঘাটে আসলাম। ভোগান্তি নেই; স্বস্তিতেই বাড়ি যেতে পারব, আশা করি।”
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এখন ছোট-বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বলে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানিয়েছেন।