Published : 25 May 2025, 04:39 PM
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে শিশু খুনের অভিযোগ ওঠায় নিজ সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক নারী।
টঙ্গীবাড়ি থানার ওসি মো. মুহিদুল ইসলাম বলেন, আটক তরুণের দেওয়া তথ্য থেকে রোববার সকালে উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর পেশকার বাড়ির জঙ্গল থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
সাত বছর বয়সি নিহত হোসাইন উপজেলার ডুলিহাটা গ্রামের মো. জুয়েলের পুত্র। নিখোঁজের দুদিন পর আড়িয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র হোসাইনের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মায়ের তুলে দেওয়া আরিয়ান মাহিম (২০) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শিশুর পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার বিকালে খেলতে বের হয়ে রাতে আর বাসায় ফেরেনি হোসাইন। পরে তারা জানতে পারেন, প্রতিবেশী আরিয়ান মাহিমের সঙ্গে সাইকেলে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় সে।
পরে বিষয়টি আরিয়ানের মা নাসরিন বেগমকে জানালে তিনি তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করেন।
আরিয়ান তার মায়ের কাছে হোসাইনকে হত্যা করার কথা স্বীকার করেন। পরে নাসরিন বেগম নিহতের পরিবারকে জানিয়ে পুলিশের কাছে তুলে দেন সন্তানকে।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।