Published : 25 Jun 2025, 05:27 PM
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেলওয়ে এক কর্মচারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে ধর্ষণের শিকার ওই নারীর মৌখিক অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয় বলে জানান বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশের পুলিশ সুপার মো. ফরহাত আহমেদ।
আটক মো. সাইফুল ইসলাম (২৮) রংপুর এক্সপ্রেস ট্রেনের পিএ অপারেটর। তিনি গাইবান্ধা জেলায় বাসিন্দা। ভুক্তভোগী নারীর বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানিয়েছে পুলিশ।
রেলওয়ে পুলিশ জানায়, রংপুরগামী আন্তঃনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পর এক নারী যাত্রী টয়লেটে প্রবেশ করেন। এ সময় সাইফুল ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ভুক্তভোগীর।
পরে ওই নারী ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশকে ঘটনাটি মৌখিকভাবে অভিযোগ করলে ট্রেনের পিএ অপারেটর সাইফুলকে আটক করা হয় বলে জানান পুলিশ সুপার ফরহাত আহমেদ।
তিনি বলেন, ঘটনাস্থল কমলাপুর স্টেশন। সকাল ৯টা থেকে সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। ভিকটিম ও আটক রেলওয়ে কর্মচারী পুলিশ হেফাজতে আছেন। ট্রেনটি সান্তাহার স্টেশনে পৌঁছালে অভিযোগকারী ও আটক কর্মচারীকে সান্তাহার জিআরপি থানায় হস্তান্তর করবে রেলওয়ে পুলিশ।
সেখান থেকে তাদের ঢাকার কমলাপুর জিআরপি থানায় পাঠানোর পর মামলাসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান পুলিশ সুপার ফরহাত আহমেদ।
সান্তাহার জিআরপি থানার ওসি হাবিবুর রহমান বলেন, পুলিশ হেফাজতে অভিযোগকারী নারী ও আটক রেলওয়ে কর্মচারীকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ঢাকায় পাঠানো হয়েছে।