Published : 02 Mar 2025, 08:49 PM
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চারটি ইট ভাটায় অভিযান চালিয়ে ২৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার জানান।
তিনি বলেন, উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর এবং যৌথ বাহিনীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট পোড়ানো ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৩ ও ২০১৯ মোতাবেক চারটি ভাটায় ২৬ লাখ টাকা জরিমানা করা হয়।
“এদের মধ্যে মেসার্স এম আর পি ব্রিকসকে সাত লাখ, সোনালী ব্রিকসকে সাত লাখ, সালাম ব্রিকসকে সাত লাখ এবং মেসার্স ফরিদ ব্রিকসকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।”
পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সাবরিন আক্তার।
অভিযানে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজিব কুমার ঘোষসহ সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।