ইটভাটায় শেষ মুহূর্তের ব্যস্ততা
ইটভাটায় কয়েক মাস ধরে পোড়ানোর পর শুকনো পাকা ইট বের করা হয় বর্ষার আগ দিয়ে। কেরাণীগঞ্জের জাজিরা এলাকায় ধলেশ্বরী নদীর তীরের ইটভাটাগুলোতে চলছে এখন সেই কর্মযজ্ঞ। পাক সব ইট বের করার পর কয়েক মাস বন্ধ থাকবে ভাটা। বেকার থাকবেন শ্রমিকরা। বর্ষা-বাদলের দিন শেষে শীতের আগ দিয়ে ফের নতুন করে ইট তৈরির কাজকর্ম শুরু হবে।