Published : 17 Jun 2025, 05:15 PM
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদক মামলার এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের মুখ্য বিচারিক হাকিম গাজী দেলোয়ার হোসেন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. বুলবুল আহমেদ।
সাজা পাওয়া রঞ্জু ফকির (২২) উপজেলার মাহমুদপট্টি গ্রামের হাদু ফকিরের ছেলে। তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত।
মামলার বরাতে বুলবুল আহমেদ বলেন, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর সকালে মাদকবিরোধী অভিযানে রঞ্জুকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সময় তার কাছ থেকে ১০০টি ইয়াবা জব্দ করা হয়।
পরে লৌহজং থানার তৎকালীন এসআই কাজল চন্দ্র মজুমদার বাদী হয়ে রঞ্জুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠায় বলে জানান তিনি।
ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে পাঁচ বছর সাজার পাশাপাশি ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান আদালতের এই বেঞ্চ সহকারী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রোজিনা ইয়াসমিন বলেন, রায়ের সময় অনুপস্থিত থাকায় আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেওয়া হয়েছে।