Published : 09 Feb 2025, 01:20 AM
লক্ষ্মীপুর সদরে গৃহবধূকে গলাকেটে হত্যার আট মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকতা ও সদর মডেল থানার এসআই বিকাশ চক্রবর্তী।
গ্রেপ্তাররা হলেন- জাহাঙ্গীর আলম ও ছাইদুর রহমান।
এর মধ্যে জাহাঙ্গীরকে সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রাম থেকে এবং পরে ছাইদুরকে নন্দনপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
এসআই বিকাশ জানান, ২০২৪ সালের ১১ জুলাই রাতে বাড়ির পাশের একটি সুপারি বাগান থেকে নন্দনপুর গ্রামের গাড়ি চালক মমিন উল্যার স্ত্রী মিনোয়ারা মিনুর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়।
সুপারির পাতা (খোল) সংগ্রহের জন্য বাড়ির পাশের মৃধা বাড়ির সুপারি বাগানে গিয়ে তিনি খুন হন। তাকে গলাকেটে হত্যা করা হয়।
এ ঘটনায় মিনুর স্বামী মমিন বাদি হয়ে সদর মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
বিকাশ আরও বলেন, হত্যার ঘটনায় তদন্ত করে জাহাঙ্গীর ও ছাইদুরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাদের পাঁচ দিনের রিমাণ্ডের জন্যও আবেদন করা হয়েছে।