Published : 06 Nov 2024, 09:32 PM
এবার যুবদল কর্মী শাওন আহমেদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামীমা আক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদলকর্মী শাওন আহমেদের মৃত্যু হয়।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২১ অক্টোবর নিহতের ভাই মিলন মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জের তৎকালীন ডিসি, এসপি ও পাঁচ সংসদ সদস্যকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় আসামির তালিকায় গোলাম দস্তগীর গাজীও রয়েছেন।
গত ২৫ অগাস্ট ঢাকার শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। এরপর নারায়ণগঞ্জ ও ঢাকার একাধিক মামলায় তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।