Published : 18 Dec 2024, 12:44 PM
যশোরের শার্শা উপজেলায় ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর তীরে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।
বুধবার সকালে উপজেলার পাচভুলট সীমান্তের ভান্ডারীর মোড় এলাকায় নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান খুলনা ২১বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।
লাশ উদ্ধার হওয়া জাহাঙ্গীর আলম (৫০) শার্শা উপজেলার বেনাপোলের কাগজপুকুর গ্রামের ইউনুস আলির ছেলে।
লেফটেন্যান্ট কর্ণেল খুরশীদ বলেন, পাঁচভুলোট সীমান্তের শুন্য লাইন থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।
পরে লাশটি পুলিশের কাছে দেওয়া হয়েছে। কিভাবে লাশটি এখানে আসলো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শার্শা থানার উপপরিদর্শক কামরুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মর্তা।