Published : 08 Dec 2024, 12:37 AM
বরিশালের মুলাদী উপজেলায় ইঞ্জিনচালিত টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও এনজিও কর্মী নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কলমখার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মুলাদী থানার ওসি জহিরুল আলম।
নিহতরা হলেন- আশা এনজিও ব্যবস্থাপক ও হিজলা উপজেলার গুয়াবাড়িয়া এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক মাতুব্বরের ছেলে হুমায়ুন কবির (৩৫) এবং একই এলাকার ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক মো. তাজুল মাস্টারের ছেলে কামাল হোসেন (৩১)।
ওসি জহিরুল আলম জানান, হুমায়ুন ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে বরিশালের উদ্দেশে রওনা দেন। পথে মীরগঞ্জ ফেরিঘাট থেকে প্যাদার হাটগামী একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
ঘটনার পর চালক পালিয়ে গেলেও টমটমটি জব্দ করা হয়েছে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
স্থানীয়রা জানান, অবৈধ টমটমটির কোনো হেডলাইট ছিল না। বেপরোয়া গতি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ইঞ্জিনচালিত এসব অবৈধ যানবাহনের কারণে এলাকায় প্রায় দুর্ঘটনা ঘটছে।