Published : 22 Jun 2024, 04:33 PM
ওমুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আরও চার আরোহী আহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার খারশুর তালতলার ঢাকা-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান।
নিহতরা হলেন- অটোরিকশা যাত্রী শেখ মো. রহমান (৫৮) ও শাহীন হোসেন (২৬)।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর বলেন, দোহার থেকে ছেড়ে আসা ঢাকাগামী রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার সঙ্গে ঢাকা থেকে নবাবগঞ্জগামী নবকলি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
“এ সময় অটোরিকশা যাত্রী রহমান ও শাহীনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
মোস্তাফিজুর বলেন, এ ছাড়া অটোরিকশাটির চালক এবং অপর তিন যাত্রীকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বলেন, দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয়। পরে দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নিলে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।