Published : 23 Jun 2025, 06:45 PM
খাগড়াছড়িতে ফেইসবুকে পোস্ট দিয়ে বিক্রির চেষ্টার সময় উদ্ধার হওয়া চারটি টিয়ার মধ্যে দুটি পাখি বনে অবমুক্ত করা হয়েছে।
সোমবার বিকালে খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে পাখিগুলো বনে অবমুক্ত করা হয় বলে জানান বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।
এর আগে উদ্ধার করা টিয়াগুলো দেড় মাস ধরে পরিচর্যা করে সুস্থ করে তোলেন পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের সদস্যরা।
পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠা মাহফুজ রাসেল বলেন, “আমরা চারটি টিয়ার ছানা গত দেড় মাস ধরে পরিচর্যা ও যত্ন করি। এর মধ্যে দুটি টিয়া উড়তে সক্ষম।
“টিয়াগুলো আজ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে অবমুক্ত করা হল। বাকি দুটি টিয়া পর্যায়ক্রমে অবমুক্ত করা হবে।”
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা বলেন, “গত ১১ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে বিজ্ঞাপন দিয়ে সবুজ টিয়া পাখি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। ক্রেতা সেজে বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে অভিযান চালিয়ে চারটি টিয়া পাখির ছানা উদ্ধার করে বন বিভাগ।
“উদ্ধারের পর পাখিগুলো পিটাছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়। দেড় মাস পর সেগুলো উড়তে সক্ষম হয়। টিয়ার ছানাগুলোকে আমরা পরিচর্যা ও সেবা দিয়ে বড় করেছি।”
কেউ বন্যপ্রাণী শিকার বা পাচারের চেষ্টা করলে তার বিরুদ্ধে বন্যপ্রাণী নিরাপত্তা ও সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই বন কর্মকর্তা।