Published : 12 May 2025, 07:00 PM
কুমিল্লা সিটি করপোরেশন ঘোষিত নতুন নাগরিক সেবামূল্য স্থগিত করা হয়েছে।
সোমবার দুপুরে নগরবাসীর পক্ষে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ কয়েকজন নাগরিক করপোরেশনের প্রশাসক সাইফ উদ্দিন আহমেদের কাছে এ বিষয়ে স্মারকলিপি দেন।
স্মারকলিপি পড়ে ও নাগরিকদের সঙ্গে কথা বলে মূল্যতালিকাটি স্থগিত করা হয়েছে বলে প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ জানান।
চলতি মাসের প্রথম দিন থেকে সেটি কার্যকর করার কথা ছিল। তালিকার বেকার ভাতা ২০ টাকা থেকে ১০০ টাকা করার বিষয়টি বেশ সমালোচনার সৃষ্টি হয়।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলমের হাতে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, “আমরা কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। গত ২০ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশন নাগরিক সেবার মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। এরপর গত ১৫ এপ্রিল সিটি করপোরেশনের সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা এতে স্বাক্ষর করেন। এতে ২৩টি নাগরিক সেবার বর্তমান মূল্য ও পুনর্নির্ধারিত মূল্য তুলে ধরা হয়। যেখানে ১৯টি খাতেই মূল্য বাড়ানো হয়। এ ক্ষেত্রে পাঁচগুণ টাকা বাড়ানো হয় ১৫টি খাতে।”
কোনো ধরনের গণশুনানি বা মুক্তসভা ছাড়া এভাবে মূল্য বাড়ানোর নজির নেই বলে স্মারকলিপিতে বলা হয়।
এতে আরো বলা হয়, “জানুয়ারির সিদ্ধান্ত হঠাৎ করে মে মাসে বাজেটের একমাস আগে জানান দেওয়া হয়। এতদিন এই সিদ্ধান্ত কেন জানানো হল না? আবার বলা হচ্ছে, ১ মে থেকে এটি কার্যকর হবে। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে এভাবে জনস্বার্থবিরোধী মূল্য তালিকা বৃদ্ধি কোনোভাবেই কাম্য হতে পারে না।”
স্মারকলিপিতে আরো দাবি করা হয়, “কুমিল্লা সিটি করপোরেশনের টাকার অভাব নেই। কর্মকর্তা-কর্মচারী ও দৈনিক মজুরিভিত্তিক কর্মীরা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন। সিটি করপোরেশনে এক হাজার ৫৩৮ কোটি ১০ লাখ টাকার অধিকতর উন্নয়ন কাজ চলছে। অন্যান্য ফি নগরবাসী দিচ্ছেন।”
এ অবস্থায় জনস্বার্থবিরোধী পুনর্নির্ধারিত মূল্যতালিকা অবিলম্বে প্রত্যাহার করা না হলে নগরবাসীকে নিয়ে কঠোর কর্মসূচি ডাকার হুঁশিয়ারি দেওয়া হয় স্মারকলিপিতে।
এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দাদের পক্ষে মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কলেজশিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, প্রকৌশলী আকবর হোসেন ছিলেন।
উদবাতুল বারী বলেন, “কোনো ধরনের গণশুনানি ছাড়া পাঁচগুণ সেবামূল্য বাড়ানো হয়। এটা মানা যায় না। আমরা প্রশাসক মহোদয়কে সেটি বাতিল করার কথা বলেছি। আমাদের বক্তব্য শুনে তিনি তা স্থগিত করেছেন।”
এর আগে এই বর্ধিত সেবমূল্যের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মন্তব্য করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
তিনিও বলেন, “নাগরিকদের মতামত না নিয়ে সেবামূল্য বৃদ্ধি করা সমীচীন হয়নি।”
প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ বলেন, “পুননির্ধারিত সেবামূল্য স্থগিত করা হল। এটা নিয়ে আমরা আবার বসব। সবার সঙ্গে কথা বলব।”
আরো পড়ুন:
কুমিল্লা সিটি করপোরেশনে বেড়েছে সেবামূল্য, বেকার সনদে লাগবে ১০০ টাকা