Published : 04 Jun 2025, 03:50 PM
কোরবানির ঈদকে কেন্দ্র করে টানা ১০ দিনের ছুটিতে রাঙামাটি সাজেকের রিসোর্ট-কটেজে আগাম বুকিং শুরু হয়েছে। এরই মধ্যে সাজেকের ৯৮টি রিসোর্ট-কটেজে ৮৫ শতাংশ আগাম বুকিং হয়ে গেছে।
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেববর্মণ বলেন, “টানা ঈদের ছুটিতে পর্যটকদের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে ৮৫ ভাগ বুকিং হয়ে গেছে। সামনে যদি আবহাওয়া পরিবেশ ভালো থাকে তাহলে আশা করছি, শতভাগ রিসোর্ট-কটেজ বুকিং হয়ে যাবে।”
৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ছুটিতে জেলার পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ব্যাপক সমাগম হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
রাঙামাটি জেলা হোটেল-মোটেল সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও হোটেল সৈকতের স্বত্ত্বাধিকারী মো. মঈনুদ্দিন সেলিম বলেন, “আমাদের প্রত্যাশা, এ বছর অন্যান্য বছরের চেয়ে পর্যকটকের উপস্থিতি বাড়বে। কারণ এবার বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বেড়েছে, ঝিরি-ঝর্ণাগুলোও প্রাণ ফিরে পাচ্ছে। অন্যদিকে অন্যান্য ঈদ মৌসুমের চার থেকে ছয় দিনের ছুটি থাকলেও এবার ১০ দিনের টানা ছুটি। এটি পর্যটকদের আগমন ঘটার অন্যতম একটা বড় কারণ।”
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, “৯ থেকে ১৩ জুন পর্যন্ত আমাদের মোটেলে ৮০ শতাংশ কক্ষ আগাম বুকিং রয়েছে। আমরা আশা করছি, শতভাগ বুকিং হবে। পর্যটকদের মানসম্মত সেবা দেওয়ার জন্য মোটেলের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণে করা হয়েছে। আমরা পর্যটকদের রাঙামাটি পার্বত্য জেলায় স্বাগতম জানাচ্ছি।”