Published : 12 May 2025, 05:04 PM
হবিগঞ্জ শহরে অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে বিতণ্ডার পর দুই গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে।
সোমবার দুপুরে শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষ হয় বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান।
এতে এক পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে বাপ্পি মিয়া, রুখন মিয়া, সুমন মিয়া, শাওন খান, আব্দুস সালাম, মুরাদ মিয়া, ও গোলাম মাহবুবকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শায়েস্তানগর এলাকায় ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে শহরতলীর বড় বহুলা গ্রামের এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে হাতাহাতি শরু হয়। পরে ঘটনাটি দুই এলাকার মানুষের মধ্যে জানাজানি হলে তাদের স্বজনসহ এলাকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে।
এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ শায়েস্তানগর থেকে দুই নম্বর পুল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।