Published : 12 May 2025, 09:29 PM
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নাকচ হয়েছে। একই সঙ্গে কারাগারে তাকে ডিভিশন দেওয়ার আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুর রহমান এ আদেশ দেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী এসএম সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, “আদালতকে আমরা জানিয়েছি, আইভী একজন পরিচ্ছন্ন ও সৎ রাজনীতিবিদ। তিনি তিনবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও একবার পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তাকে গ্রেপ্তারে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে।”
আদালতে আইভীর পক্ষে দাঁড়ানো আরেক আইনজীবী মাহবুবুর রহমান মাসুম বলেন, “আদালত জামিন আবেদন নাকচ করলে আমরা তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আবেদন জানাই। পরে আদালত তাকে ডিভিশন প্রদানে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।”
গত বছরের অগাস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও নারায়ণগঞ্জের নিজ বাড়িতেই ছিলেন সেলিনা হায়াৎ আইভী।
গত বৃহস্পতিবার শহরের দেওভোগে তার পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ অভিযান চালায় পুলিশ।
তখন এলাকাবাসী তাকে গ্রেপ্তারে বাধা দিলে রাতভর ওই বাড়িতেই অপেক্ষা করতে হয় পুলিশকে।
পরে শুক্রবার ভোরে স্বেচ্ছায় গাড়িতে উঠলে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।
পরে গত বছরের জুলাইয়ে আন্দোলন চলাকালীন একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয় আইভীকে।
জুলাই আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে পাঁচটি মামলায় তাকে আসামি করা হয় বলে জানায় পুলিশ।
আরো পড়ুন: