Published : 29 May 2025, 10:34 PM
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ‘নিসর্গ’ নামের একটি রিসোর্টের সামনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এটি পরিচালনা করে গ্রামীণ টেলিকম ট্রাস্ট।
উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় অবস্থিত রিসোর্টের দায়িত্বরত কর্মকর্তা আবদুল ওয়াদুদ বুধবার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন বলে গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক জানান।
মামলার এজাহারে বলা হয়েছে, ‘নিসর্গ’ রিসোর্টে সোমবার রাত ২টার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ শোনেন কর্তব্যরত ব্যক্তিরা। এরপর ভোরে আবারও একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হলে তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণে আনা হয়।
সোমবার রাতে দুর্বৃত্তরা রিসোর্টের পূর্ব পাশের কাঁঠালবাগানে গোপন বৈঠক করেছে। ধারণা করা হচ্ছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সরকার উৎখাতের উদ্দেশ্যে তারা ওই বৈঠক করে এবং পরিকল্পিতভাবে ‘নিসর্গ’ রিসোর্টের সীমানা প্রাচীরের ভেতরে পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়।
মামলার বাদী আবদুল ওয়াদুদ বলেন, “ধারণা করছি, কেউ আমাদের ভয়ভীতি দেখানোর জন্য এমনটা করে থাকতে পারে। এ ঘটনায় মামলা করা হয়েছে।”
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, “রিসোর্টটির অবস্থান অনেকটাই জনশূন্য এলাকায়। দুর্বৃত্তরা রাতের আঁধারে কাজটি করে পালিয়ে যায়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”