Published : 15 Oct 2024, 10:53 PM
বিএনপি নেতার বাড়িতে টিসিবির পণ্য জব্দের জের ধরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ইউনিয়ন পর্যায়ের একটি কমিটি বিলুপ্ত করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু স্বাক্ষরিত চিঠিতে মঙ্গলবার সকালে পাইকুড়া ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, “দলের নাম ভাঙ্গিয়ে কেউ অন্যায় করলে তাকে প্রশ্রয় দেওয়া হবে না। বিএনপির নেতাকর্মী কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।”
৩ অক্টোবর সকালে পাইকুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়ার বাড়লা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে টিসিবির চাল, মসুর ডাল ও সয়াবিন তেল জব্দ করে যৌথবাহিনী। এ সময় তাকে আটক করা হয়।
পরদিন ৪ অক্টোবর আবুল হাসেমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এবং সিনিয়র সহসভাপতি আবুল সালামকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।
এর পরিপ্রেক্ষিতে আবুল হাসেমকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে দাবি করে ৯ অক্টোবর বাড়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে পাইকুড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মানববন্ধন করে তার মুক্তি দাবি করেন।
এ ঘটনায় দায়ের হওয়া মামলার বরাতে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, কার্ডের মাধ্যমে দরিদ্রদের কাছে ন্যায্যমূল্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে বিক্রি করে সরকার। কিন্তু প্রভাব খাটিয়ে এসব পণ্য নিজের বাড়িতে বেআইনিভাবে মজুদ করে রেখেছিলেন বিএনপি নেতা আবুল হাসেম ভূঁইয়া। তার বাড়িতে তল্লাশি চালিয়ে টিসিবির ১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুর ডাল ও ৭২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।