Published : 22 Jul 2023, 06:18 PM
বরিশালের গৌরনদী উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে তিন সন্তানের জন্ম দিয়েছে এক গৃহবধূ।
শুক্রবার রাতে সুইস হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই তিন শিশুর জন্ম হয় বলে জানান হাসপাতালের পরিচালক শেখ রুপা খানম।
তিন ছেলেসন্তান জন্ম দেওয়া গৃহবধূ বর্ষা আক্তার (২৩) উজিরপুর উপজেলার যুগীহাটি গ্রামের ওয়ার্কশপ মিস্ত্রি পলাশ মোল্লার স্ত্রী।
বর্ষার শাশুড়ি রোজিনা বেগম বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার উপজেলার বেসরকারি সুইস হাসপাতালে ভর্তি করানো হয় বর্ষাকে। ওই রাতে হাসপাতালের চিকিৎসক শিউলী সমাজপতি তার অস্ত্রোপচার করেন।
“তিন ছেলের নাম রাখা হয়েছে আবু বকর, মিজানুর রহমান ও ওমর ফারুক।”
তিনি আরও বলেন, একটি বাচ্চা অসুস্থ হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই বাচ্চা ও তাদের মা সুস্থ আছে।
একসঙ্গে তিন ছেলেসন্তান হওয়ায় তাদের পরিবারে খুশির বন্যা বইছে বলে জানান রোজিনা।
সুইস হাসপাতালে পরিচালক শেখ রুপা খানম বলেন, “গৌরনদীর কোনো হাসপাতালে এই প্রথমবার একসঙ্গে তিনটি বাচ্চার জন্ম হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে তিন বাচ্চার পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।”