Published : 13 Apr 2025, 01:46 PM
লক্ষ্মীপুরে মোটর দিয়ে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে সদর উপজেলার শাকচর ইউনিয়নের হাজিরবাজারে এ ঘটনা ঘটে বলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান।
নিহত ২৪ বছর বয়সী কাউছার হোসেন শাকচর গ্রামের হাজী আলী হোসেনের বাড়ির ওমর ফারুকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলছে, হাজিরবাজার এলাকায় কাউছারদের করাতকল রয়েছে। সেখানে সকালে পানি ওঠানোর জন্য মোটর চালু করে সে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।
ওসি আব্দুল মোন্নাফ বলেন, “ঘটনাস্থলের পুলিশ পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিবার থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”