Published : 19 Apr 2025, 12:28 AM
ফেইসবুকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান।
আহত দুজন হলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মো. জসিম উদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমান। তাদের মধ্যে হামলায় জসিম ‘সমন্বয়ক’ হিসেবে পরিচিত।
দুজনকেই গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, বিকাল ৪টার দিকে খাওয়ার জন্য ক্যাম্পাস থেকে গোপালগঞ্জ শহরে আসেন তারা তিনজন। এসএম মডেল স্কুলের সামনে সড়কে পৌঁছালে ১০/১২ জন যুবক তাদের ঘিরে ফেলেন এবং বলেন, ‘জসিম তুই না’? এ কথা বলেই হামলাকারীরা তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং মারতে থাকেন। লোকজন জড়ো হলে চাঁদাবাজি করার অভিযোগ তুলে ক্যাম্পাস থেকে বের না হওয়ার হুমকি দেন।
হামলাকারীদের চিনতে না পারার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বৃহস্পতিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে নিয়ে দেওয়া ফেইসবুক পোস্টের কারণে এ ঘটনা ঘটতে পারে।
গোপালগঞ্জ সদর থানার ওসি সাজেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে তাদের সাথে কথা বলেছি।”
ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।