Published : 11 Jun 2025, 07:22 PM
সিলেটের জাফলংয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর দুইটার দিকে উপজেলার জাফলং জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ।
নিহত মাহি (১৫) চট্টগ্রামের বায়োজিদ থানার আমতৈল শহীদপাড়া এলাকার জামিল আহমদের ছেলে।
সে তার এলাকা থেকে বন্ধুদের সঙ্গে সিলেটের জাফলংয়ে বেড়াতে এসেছিল।
স্থানীয়রা বলেন, দুপুরের দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকায় একজন পর্যটক পিয়াইন নদীতে গোসলে নামেন। এ সময় পানির নিচে অচেতন অবস্থায় এক কিশোরকে দেখতে পান। বিষয়টি তিনি অন্যদের জানালে স্থানীয় স্বেচ্ছাসেবক ও সেখান থাকা পর্যকটরা মাহিকে মৃত অবস্থায় পানি থেকে তোলেন।
ওসি তোফায়েল আহমেদ বলেন, “মরদেহটি উদ্ধার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”