Published : 08 May 2025, 04:04 PM
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের সঙ্গে এক পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সহকারী।
বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার গাবলাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস।
নিহত পিকআপ চালক নয়নের বাড়ি মাগুরা সদর উপজেলার শ্রীহট্ট গ্রামে। আহত হয়েছেন তার সহকারী ইমন হোসেন।
ওসি মৃত্যুঞ্জয় জানান, রাতে কুষ্টিয়া থেকে পিকআপ নিয়ে মাগুরা যাচ্ছিল নয়ন ও ইমন। পথে গাবলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।
আহত ইমনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত ট্রাকটি পালিয়ে গেছে, তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।