Published : 03 Jun 2025, 05:28 PM
পাঁচ টাকার নোট থেকে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের ছবি প্রত্যাহারের প্রতিবাদে নওগাঁর মান্দা উপজেলা বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বিএনপির উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমানের সভাপতিত্বে এতে সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদের ও শামশুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল ও আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু তালহা জুবায়ের এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিদুজ্জামান সালেক বক্তব্য দেন।
বক্তারা বলেন, কুসুম্বা মসজিদ জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য নিদর্শন। এটি পাঁচ টাকার নোটে বহাল থাকায় দেশের মানুষ সহজেই ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারতেন। সেই নোট থেকে কুসুম্বা মসজিদের ছবি প্রত্যাহার করে নেওয়া দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে অবমূল্যায়নের শামিল।
অবিলম্বে কুসুম্বা মসজিদের ছবি পুনরায় পাঁচ টাকার নোটে বহালের দাবি জানিয়েছেন বক্তারা।
দাবি মানা না হলে ভবিষ্যতে মান্দাসহ নওগাঁবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপির নেতারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অর্থ উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
একই দাবিতে জামায়াতে ইসলামী মান্দা উপজেলার শাখার নেতারা আলাদাভাবে স্মারকলিপি প্রদান করেছেন।
কেমন হল বঙ্গবন্ধুর ছবি ছাড়া নতুন নোট
আরও ৬ নোটের নকশা প্রকাশ, তিনটিতে জুলাই গ্রাফিতি
ছবি প্রত্যাহারের বিষয়ে গ্রামবাংলা সাহিত্য পত্রিকার সম্পাদক আশরাফুল হক পলাশ বলেন, “কুসুম্বা মসজিদ নিয়ে আমি অনেক গবেষণা করেছি। এ বিষয়ে আমার সম্পাদনায় একাধিক বইও রয়েছে।
“কুসুম্বা মসজিদ শুধু স্থাপত্য নিদর্শনই নয়, এটি একটি ঐতিহাসিক পরিচয় বহন করে। নতুন নোটে তা না থাকায় হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।”
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নতুন পাঁচ টাকার নোটে কুসুম্বা শাহী মসজিদের ছবি অপসারণ করে এর এক পিঠে ঢাকার তারা মসজিদ এবং অপর পিঠে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ‘গ্রাফিতি-২০২৪’ জুড়ে দেওয়া হয়েছে।
রোববার রাতে বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন ছয়টি নকশার নোট উন্মোচনের খবর জানায়; যেখানে পাঁচ টাকার নোটটিও রয়েছে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নওগাঁজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে।