Published : 15 Jun 2025, 05:24 PM
বরিশালের গৌরনদীতে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আহত হয়েছেন এক পথচারী।
রোববার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান।
নিহত জাহিদ হাসান (২৯) মাদারীপুরের শিবচর পৌরসভার তালুকদারকান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আমিনুর রহমান জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ভুরঘাটা বাসস্ট্যান্ড অতিক্রম করে ফকিরবাড়ী মোড়ে পৌছুলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান চালক জাহিদ হাসান।
এ সময় বাসের ধাক্কায় এক পথচারীও আহত হয়েছে। তাকে উদ্ধার করে মাদারীপুরের কালকিনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, উভয় যানের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।