Published : 14 Jun 2025, 05:57 PM
বাইক চালিয়ে মামলার তদন্তে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বোরহান উদ্দিন নামে মাগুরার মোহাম্মদপুর থানার এক এসআইয়ের। পথে তার বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।
শনিবার দুপুরে ফরিদপুর জেলার মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে বোয়ালমারি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে মোহাম্মদপুর থানার ওসি আব্দুর রহমান জানান।
তিনি বলেন, এসআই বোরহানউদ্দিন সকালে মাগুরা মোহাম্মদপুর থেকে বাইক চালিয়ে একটি মামলার সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে ফরিদপুর জেলার বোয়ালমারীতে যাচ্ছিলেন। পথে তার বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে আর কিছু জানাতে পারেননি ওসি আব্দুর রহমান।