Published : 17 Jun 2025, 12:20 PM
রাজবাড়ীর পাংশায় প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের কুঠিমালিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।
গ্রেপ্তার হাসমত মণ্ডল একই এলাকার জেহের আলী মণ্ডলের ছেলে।
এ মামলার আসামি আরেকজনের বাড়িও একই এলাকায়। তাকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। সে অপ্রাপ্তবয়স্ক (১৭) হওয়ায় তার নাম-পরিচয় প্রকাশ করা হল না।
মঙ্গলবার সকালে র্যাব-১০ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুরে স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিলো অষ্টম শ্রেণি পড়ুয়া দুই শিক্ষার্থী। পথে নওড়া বনগ্রাম এলাকায় পৌঁছালে হাসমত ও এক কিশোর তাদের পথরোধ করে পাশের পানের বরজের নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় বিকালে ওই দুই শিক্ষার্থীর পরিবার পাংশা মডেল থানায় মামলা করে। মামলার পর রাতেই পুলিশ কিশোর আসামিকে গ্রেপ্তার করে। পরে সোমবার গ্রেপ্তার করা হয় হাসমতকে।
পুরানো খবর
প্রাইভেট পড়ে ফেরার পথে দুই শিক্ষার্থীকে 'ধর্ষণ', গ্রেপ্তার ১