Published : 28 May 2025, 08:25 PM
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বগুড়ায় ছাত্র-জনতার মিছিলে হামলা অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নামে মামলা হয়েছে।
সোমবার রাতে সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়া এলাকার বাসিন্দা নয়ন মিয়া হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করেন বলে জানান বগুড়া সদর থানার ওসি হাসান বাসির।
মামলায় ১৫৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় একজন সংবাদকর্মীও আছেন। মামলাটি দুই আগে হলেও বুধবার জানাজানি হয়।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সম্পাদক মুনজুরুল আলম মোহন, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
আসামিদের মধ্যে আরও রয়েছেন- বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ ও তার ছেলে জেলা যুব সংহতির সভাপতি হোসাইন শরিফ সঞ্চয়, জেলা বিএনপির বহিষ্কৃত মহিলা দলের নেত্রী বিউটি বেগম, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সাংবাদিক অনন্ত সেলিম, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, আওয়ামী লীগ নেতা আল রাজি জুয়েল, মাশরাফি হিরো এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ অগাস্ট রাইফেল, দেশি অস্ত্র, হাতবোমা ও লাঠিসোঁটা নিয়ে আসামিরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। সেই সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে বাদী নয়ন মিয়া গুলিবিদ্ধ হন। পরে আন্দোলনকারীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যান।
সদর থানার ওসি হাসান বাসির বলে, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।