Published : 05 Mar 2025, 04:31 PM
ফরিদপুরের মধুখালী উপজেলায় বাড়িতে আগুন লেগে নামাজরত অবস্থায় ৮৮ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দী পূর্বপাড়া রফিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান মধুখালী থানার ওসি মো. নুরুজ্জামান।
নিহত মোসা. জবেদা খাতুন (৮৮) ওই এলাকার প্রয়াত জলিল মোল্যার স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া বলেন, সন্ধ্যার পর জবেদা খাতুন নামাজ পড়তে বসেন। এ সময় একটি ঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়ে। বাড়িতে কেউ না থাকায় আগুনের বিষয়টি বুঝতে পারেননি জবেদা খাতুন। এতে ঘটনাস্থলে পুড়ে মারা যান তিনি।
জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। তবে এর আগে বসত ঘরের তিনটি কক্ষ, ঘরে থাকা মালামাল ও একটি রান্না ঘর পুড়ে গেছে।
ওসি নুরুজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।