Published : 30 Jun 2025, 08:49 PM
ফেনী সদর উপজেলায় অভিযান চালিয়ে ছাত্রদলের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন, রোববার মধ্যরাতে উপজেলার ছনুয়া ইউনিয়নের লস্করহাট দমদমা ও মধ্য লক্ষ্মীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন মাসুম (৪২) এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য রহমত উল্লাহ (৪৩)। তারা ওই এলাকারই বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ফেনী ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়। এ সময় একটি ৭.৬২ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি, দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে আসামিদের অস্ত্রসহ সেনাবাহিনী হস্তান্তর করে বলে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান জানান।
তিনি বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। আসামিরা অসুস্থ থাকায় হাসপাতালে চিকিৎসাধীন। তারা সুস্থ হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।