Published : 27 May 2025, 01:31 PM
নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে তার ছেলে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার রাত ৩টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান।
নিহত মো. কবির মিয়া (৪৮) বাহেরচর পশ্চিম পাড়ার ফজলু মিয়ার ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় কবিরের ২৫ বছর বয়সী ছেলে মনির মিয়াকে আটক করেছে পুলিশ।
পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি বলেন, “পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনিরের সঙ্গে তার পরিবারের লোকজনের দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে বাকবিতণ্ডাও হতো। এর জেরে নেশাগ্রস্ত মনিরের সঙ্গে তার বাবা কবিরের সোমবার রাতে তর্কবিতর্ক শুরু হয়।
“এক পর্যায়ে মনির তার বাবাকে শাবল দিয়ে একাধিকবার আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মনিরকে আটক করে।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি আদিল জানান।