Published : 02 Jun 2025, 06:25 PM
টানা বৃষ্টিতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বাড়ায় কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে।
সোমবার সকাল থেকে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট চালু করা হয়েছে।
পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য মতে, বর্তমানে কাপ্তাই হ্রদে ৮৬ দশমিক ৬৭ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এ সময় হ্রদে পানি থাকার কথা ৭৬ দশমিক ২৬ ফুট মীনস সি লেভেল।
কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, এত দিন কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কেন্দ্রের পাঁচটি ইউনিটে শুধুমাত্র একটি চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এবার টানা বৃষ্টিতে গত শনিবার দুটি ইউনিট এবং রোববার আরও একটিসহ মোট চারটি ইউনিট চালু করা হয়েছে। হ্রদে পানি বেড়ে গেলে বাকি ইউনিট গুলোও চালু করা সম্ভব হবে।
কাপ্তাই লেকে সর্বোচ্চ পানির ধারণ সক্ষমতা রয়েছে ১০৯ ফুট মীনস সি লেভেল। এর কাছাকাছি পানি হলে জলকপাট নিয়ে পানি নির্গমন করা হয় বলে জানান তিনি।
১৯৬০ সালে বিদ্যুৎ উৎপাদনের জন্য রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে নির্মাণ করা হয় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রে পাঁচটি ইউনিট থেকে সর্বমোট ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়।
কাপ্তাই লেকে বাঁধ দেওয়া অংশে ১২ দশমিক ২ মিটার দৈর্ঘ্য ও ১১ দশমিক ৩ মিটার প্রস্থের ১৬টি জলকপাট বা স্লুইস গেট রয়েছে। এগুলো একসঙ্গে প্রতি সেকেন্ডে ৫ লাখ ২৫ হাজার কিউসেক পানি নির্গমন করতে পারে।