Published : 03 Jun 2025, 12:44 PM
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাথায় পানির ট্যাংক পড়ে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক ছাত্রী।
মঙ্গলবার ভোরে উপজেলার বহরপুর নুরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে বলে বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন জানিয়েছেন।
মৃত কানিজ ফাতেমা (১৩) কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চর শ্রীপুর গ্রামের মো. কাউসারের মেয়ে এবং ওই মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী ছিল।
বহরপুর নুরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ আব্দুস সামাদ বলেন, “ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মাদ্রাসার ওযু খানায় ওযু করতে যায় কানিজ ফাতেমা ও মিম। এ সময় ওযু খানার পাশে সিমেন্টের খুঁটির ওপর বসানো পানির ট্যাংকটি খুঁটি ভেঙে তাদের মাথার ওপর পড়ে।
“এতে ঘটনাস্থলেই ফাতেমা মারা যায়। পরে আহত অবস্থায় মিমকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।”
বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ওই মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেন তারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।