Published : 09 Jun 2025, 05:42 PM
নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে ৬০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে।
রোববার রাতে মদন থানায় ওই শিশুর বাবা মামলাটি দায়ের করেন।
এদিন দুপুরে মদন পৌর শহরের বৈশ্যপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার পরিত্যক্ত কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান।
সোমবার সকালে শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার বরাতে ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, প্রশিকার পরিত্যক্ত অফিস সংলগ্ন একটি চায়ের দোকান চালান মামলার আসামি ৬০ বছরের ওই ব্যক্তি। ওই দোকানে শিশুটির নিয়মিত যাতায়াত ছিল।
তিনি বলেন, “রোববার ওই শিশুকে টাকার লোভ দেখিয়ে পরিত্যক্ত প্রশিকা অফিসের ভেতরে নিয়ে যান ওই দোকানদান। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন।
“পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় কৌশলে দোকানদার পালিয়ে যান।”
আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি নাঈম মুহাম্মদ জানান।