Published : 31 Jul 2023, 12:38 PM
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
সোমবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ কথা জানিয়েছেন।
এ নিয়ে বর্তমানে হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৬৪ জনে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় সরকারি হাসপাতালে ২৮ জন ও বেসরকারি হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২৭ জন। বর্তমানে ভর্তি মোট ৬৪ জনের মধ্যে ১০০ শয্যা জেলা হাসপাতালে ৩৬ জন, জেলা সদর হাসপাতালে ১৯ জন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসাধীন আছেন।
প্রতিদিন ডেঙ্গু জ্বর ও উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য ভিড় বাড়ছে জেলার হাসপাতালগুলোতে।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৩৪৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলেও জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ জনের।