Published : 16 Jun 2025, 06:11 PM
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ‘ছিনতাইকারী সন্দেহে’ গণপিটুনি এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাত আড়াইটার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ওসি তরিকুল ইসলাম।
নিহত ত্রিশোর্ধ্ব ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
আটকরা হলেন- সোহান (৩০) ও সানিক (২৫)। তারা স্থানীয় একটি জ্বালানি তেল বিক্রি প্রতিষ্ঠানের কর্মচারী।
ওসি তরিকুল বলেন, মধ্যরাতে স্থানীয় কয়েকজন ব্যক্তি একটি ঝোপের ভেতর থেকে ওই যুবককে আটক করেন। এ সময় তাকে ছিনতাইকারী সন্দেহে মারধর করেন তারা। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ কল পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
প্রযুক্তির সহযোগিতায় নিহতের পরিচয় শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে জানিয়ে তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন