Published : 21 Aug 2024, 04:32 PM
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যদি টেলিভিশনে প্রদর্শন ও পত্রিকায় ছাপা হয় তাহলে সেই সংবাদ মাধ্যম জ্বালিয়ে দেওয়ার হুমকির পর এবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বুধবার দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় সাংবাদিকদের কাছে ক্ষমা চান তিনি।
এ সময় দুলু বলেন, “সব গণমাধ্যম কর্মীদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। কিন্তু গত ১৬ তারিখে, যারা এই সরকারের (শেখ হাসিনা সরকারের) পক্ষ নিয়ে টিকিয়ে রেখেছিল তাদের কথা বলতে গিয়ে মুখ ফসকে সমস্ত পত্রিকার কথা বলে ফেলেছি।
“এজন্য আজকের এই সমাবেশে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে গণমাধ্যম কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করছি। ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা যদি দুঃখ পেয়ে থাকেন।” গত ১৬ বছর সাংবাদিক ভাইদের অনেক কিছুই বলতে দেওয়া হয়নি উল্লেখ করে এ সময় ক্ষেদও প্রকাশ করেছেন দুলু।
এর আগে ১৬ অগাস্ট শেখ হাসিনার ছবি টেলিভিশনে প্রদর্শন ও পত্রিকায় ছাপা হলে সেই সংবাদ মাধ্যম জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের এ উপমন্ত্রী।
নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা বলে দিতে চাই যে সমস্ত টেলিভিশন, যে সকল পত্রিকা এই খুনি, যুদ্ধাপরাধী, ছাত্রসমাজকে যে খুন করেছে, এই খুনির ছবি যদি প্রচার করে, ওই টেলিভিশন, ওই পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।”
আওয়ামী লীগ গত সময়ে যে চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি, পুকুর দখল, বাড়ি দখল করেছে-এর কোনোটাই এখন থেকে নাটোরে করতে দেওয়া হবে বলেও বুধবারের জনসভায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুলু।
তিনি বলেছেন, “অনেককেই এখন দেখা যাচ্ছে, কিন্তু গত ১৫ বছর তাদের চেহারা দেখা যায়নি। অথচ আমার নির্যাতিত নেতাকর্মীরা আমার পাশে ছিল। বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্ম করতে যাবে; সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। ব্যবস্থা নেওয়া হবে।”
সমাবেশে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ অন্যরা বক্তব্য রাখেন।
আরও পড়ুন
শেখ হাসিনার ছবি দেখালে টেলিভিশন-পত্রিকা পুড়িয়ে দেওয়া হবে: দুলু