Published : 13 May 2025, 03:48 PM
হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অর্ধ শতাধিক আহত হয়েছেন।
আজমিরীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে উপজেলার জলসুখা গ্রামে এ ঘটনা ঘট।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, “জলসুখা গ্রামে পঞ্চায়েত কমিটির দায়িত্ব পালন নিয়ে খেলু চেয়ারম্যান ও রেজাউল করিমের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
“দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ও বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন।”
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে বলে জানান ওসি সফিকুল ইসলাম।