Published : 30 May 2025, 01:09 PM
ফরিদপুরে নিখোঁজের তিন দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরতলীর বায়তুল আমান এলাকার একটি মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান জানান।
মৃত নিরব শেখ (১৮) ফরিদপুর পৌর এলাকার বিল মামুদপুর গ্রামের রেজাউল শেখের বড় ছেলে। তিনি ইলেকট্রিক মিস্ত্রীর সহকারি হিসেবে কাজ করতেন।
ওসি বলেন, “গত ২৬ মে দুপুরে নিরব বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে শুরু করে। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। নিরবকে না পেয়ে পরদিন তার বাবা ফরিদপুর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
“এরইমধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা বায়তুল আমান কোলপাড়ের ফসলি জমির মাঝে অবস্থিত একটি মেহগনি বাগানে নিরবের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিরবের মরদেহটি শনাক্ত করেন।”
লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আসাদউজ্জামান।