Published : 05 Jun 2025, 03:58 PM
গোপালগঞ্জে এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া পশ্চিমপাড়ায় বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানিয়েছেন।
নিহত আকত আলী খান (৭৫) ওই এলাকার বাসিন্দা।
নিহত আকতের বড় ছেলে হেলাল খান বলেন, “বাহাড়া পশ্চিমপাড়া গ্রামের বাদশা মাতুব্বর ও স্থানীয় ইউপি সদস্য মো. শহিদ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামের আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে মামলা-মকদ্দমা ও বিরোধ চলছিল। আমার বাবা বাদশা মাতুব্বরের সমর্থক ছিলেন। তিনি বুধবার রাতে গ্রামের মসজিদে এশার নামাজ পড়েন। সেখান থেকে বাড়ি ফিরতে দেরি হওয়ায় আমরা তাকে খোঁজাখুজি শুরু করি।”
“এক পর্যায়ে বাহাড়া পশ্চিমপাড়ার জহুর আলী খানের ঘাসের জমিতে গুরুতর জখম অবস্থায় বাবাকে পড়ে থাকতে দেখি। তখন তাকে উদ্ধার করে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।”
হেলাল বলেন, “নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে বাহাড়া পশ্চিমপাড়ার জহুর আলী খানের ঘাসের জমির কাছে পৌঁছান বাবা। তখন আগে থেকে ওঁৎ পেতে থাকা ৭-৮ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মাথায় আঘাত করে বাবাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় বলে জানতে পেরেছি।”
এদিকে আকত আলীর মৃত্যুর সংবাদ এলাকা পৌঁছালে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কিছু বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ওসি মোস্তফা কামাল বলেন, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ওই এলাকার বাড়ি ভাঙচুরের কোনো খবর আমাদের কাছে আসেনি। তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেননি। তাই মামলা হয়নি। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।”