Published : 13 Feb 2025, 03:45 PM
সিরাজগঞ্জে এক নারীকে হত্যার দায়ে স্বামীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদুর রহমান জানান।
দণ্ডিত শ্রী রুপ কুমার চন্দ্র সরদার (৩১) রায়গঞ্জ উপজেলার বিনোদবাড়ি গ্রামের শ্রী গোপাল চন্দ্র সরদারের ছেলে।
সাজার পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
মাসুদুর বলেন, ২০১৬ সালে রুপ কুমার চন্দ্র সরদারের সঙ্গে বগুড়ার শেরপুর উপজেলার দলিল গ্রামের শ্রী অনিল চন্দ্র সরদারের মেয়ে ববিতা রানীর বিয়ে হয়। বিয়ের পর রুপ ১ লাখ টাকা যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করতে থাকে। এর জেরে ২০১৬ সালের ৯ নভেম্বর রুপ ববিতাকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে।
এ ঘটনায় ববিতার বাবা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলার আসামি ভাজেল রানী সরদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন বিচারক।
এছাড়া মামলা চলাকালে আরেক আসামি শ্যামল চন্দ্র সরকারের মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদুর।