Published : 31 Jul 2024, 11:38 PM
নওগাঁয় যৌন নিপীড়নের মিথ্যা মামলা দিয়ে আসামি পক্ষকে ফাঁসানোর অভিযোগে বাদিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এই রায় দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুল হক।
পিপি আজিজুল জানান, ২০১৮ সালের ১৮ জুলাই জেলার পত্নীতলা উপজেলার এক নারী তার গ্রামের মোস্তফা শাহ্সহ (৭০) চার জনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন।
কিন্তু ট্রাইব্যুনালে পাঁচ সাক্ষীর সাক্ষ্য শেষে ২০২৩ সালের ২৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় সব আসামিকে খালাস প্রদান করা হয়।
পরে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোয় শারীরিক, আর্থিক ও মানসিক ক্ষতি হয়েছে দাবি করে ওই বছরের ২০ নভেম্বর ওই নারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩) এর ১৭ ধারায় ট্রাইব্যুনালে অভিযোগ করেন ভুক্তভোগী মোস্তফা শাহ।
ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার অভিযোগটি আমলে নিয়ে ওই নারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করেন। পরে চলতি বছরের ২৫ জুলাই নালিশী মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়। ৩০ জুলাই উভয় নালিশী মামলার যুক্তিতর্ক শ্রবণ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করা বিশেষ পিপি আজিজুল হক আরও জানান, বুধবার মিথ্যা মামলা দিয়ে আসামি পক্ষকে ফাঁসানোর অভিযোগে ওই নারীকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক।
আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মকবুল হোসেন।