Published : 08 May 2025, 10:45 AM
মেহেরপুরের গাংনী উপজেলায় চাচা শ্বশুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি বানী ইসরাইল।
নিহত ইলিয়াস হোসেন (৪৫) গাড়াবাড়িয়া স্কুল পাড়ার বাসিন্দা এবং মৃত নেককার আলীর ছেলে।
আটক হওয়া সবুজ একই উপজেলার ষোলটাকা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ময়নাল মেম্বরের ছেলে।
স্বজনদের বরাতে ওসি বানী ইসরাইল বলেন, পারিবারিক কলহের জেরে বুধবার রাতে চাচা শ্বশুর ইলিয়াস হোসেনের বাড়িতে যান সবুজ। সেখানে বৃহস্পতিবার ভোরে কথা কাটাকাটির একপর্যায়ে কোমরে লুকিয়ে রাখা ধারালো ছুরি দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন তিনি।
ঘটনার পরপরই স্থানীয়রা সবুজকে আটক ও মারধর করে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম, গাংনী থানা পুলিশ এবং স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে সবুজকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
নিহতের ভাতিজা আব্দুল্লাহ বলেন, “সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে টাকা চেয়ে আমার বোনকে নির্যাতন করত। তিন দিন আগে আমার বোনকে বাড়ি থেকে বের করে দেয়।
“বুধবার রাতে আমাদের বাড়িতে আসে। আজ (বৃহস্পতিবার) সকালে কথা কাটাকাটির সময় হঠাৎ ছুরি বের করে চাচাকে আঘাত করে। আমি ঠেকাতে গেলে আমাকেও আঘাত করে। আমি এই খুনির ফাঁসি চাই।”
ওসি বানী ইসরাইল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক সবুজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হত্যা মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।