Published : 26 May 2024, 01:21 PM
গোপালগঞ্জে ইট দিয়ে চালকের মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেতলে হত্যার পর তার রিকশা ছিনতাই করা হয়েছে বলে পুলিশ জানিছে।
রোববার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহে এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান।
নিহত সোহেল মোল্লা (৪০) নড়াইল জেলার নড়াগাতি থানার চরমধুপুর গ্রামের ময়ন উদ্দিন মোল্লার ছেলে।
তিনি গোপালগঞ্জ সদর উপজেলার পুরান মানিকদাহ আদর্শ গ্রামের একটি ঘরে ভাড়া থাকতেন।
ওসি আনিচুর রহমান বলেন, “সোহেল মোল্লা দিনের বেলায় রিকশা চালাতেন না। তিনি সারারাত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো শনিবারও সারারাত রিকশা চালিয়ে রোববার ভোরে বাসায় ফিরছিলেন সোহেল।
“পথে ওৎ পেতে থাকা একদল ব্যক্তি ইট দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেতলে দিয়ে তাকে হত্যা করে। পরে তারা ব্যাটারি চালিত রিকশাটি নিয়ে পালিয়ে যায়।”
সোহেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।